Wellcome to National Portal
Main Comtent Skiped

নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, নওগাঁ’য় আপনাকে স্বাগতম।


এক নজরে

বাংলাদেশে শিক্ষা খাতের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামোগত উন্নয়ন আবশ্যক। স্বাধীনতা যুদ্ধোত্তর যুদ্ধবিধ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পুননির্মাণ ও মেরামতের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে একটি প্রকৌশল ইউনিট গঠনের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন শুরু করেন। যেটি ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট নামে কার্যক্রম শুরু করে। নওগাঁ জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ পর্য্ন্ত মোট ৮১৪টি (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা) শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১২টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ করেছে। নওগাঁ জেলায় রূপকল্প ২০২১, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং রূপকল্প ২০৪১ অর্জনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ল্যাব নির্মাণ, আধুনিক শ্রেণিকক্ষ নির্মাণ, জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মেরামত ও সংস্কার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ, মডেল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নির্মাণ ইত্যাদি। অন্যান্য কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও অডিটোরিয়াম নির্মাণ ইত্যাদি।